<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনের আলোতে দেখা না গেলেও রাত হলেই শুরু হয় পদ্মা নদীর বুক থেকে বালু তোলা। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু তোলেন প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নদীভাঙন। এতে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্তরা অবিলম্বে অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসীর অভিযোগ, ফরিদপুর নদীবন্দরের কয়েক শ মিটারের মধ্যেই তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকির মধ্যে পড়েছে ঐহিত্যবাহী বন্দরটিও। আর অন্য প্রান্তের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী ও নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামসহ অন্তত চারটি গ্রামের ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসী জানায়, বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীভাঙনের কবলে পড়েছে কয়েক কিলোমিটার এলাকা। আরো অন্তত ১০টি গ্রামের কিছু কিছু অংশ ভেঙে গেছে। সম্প্রতি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম কিছুটা শিথিল থাকার সুযোগে মরিয়া হয়ে উঠছেন বালু ব্যবসায়ীরা। এই সুযোগকে কাজে লাগাতে তাঁরা বিভিন্ন জেলা থেকে ড্রেজার ভাড়া নিয়ে ফরিদপুর নদী থেকে বালু তুলছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের দাবি, মো. আলম শেখ নামের বালু ব্যবসায়ী নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীতে নির্মিত সেতুসংলগ্ন এলাকায় বালু তোলায় সেতুটিও ঝুঁকির মধ্যে রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদ্মা নদীপারের বাসিন্দা নাজির বিশ্বাসসহ কয়েকজন জানান, মো. মজিবর শেখ, মো. আলম শেখ, মো. মোফাজ্জেল হোসেন ও মো. আনোয়ার হোসেন আবু ফকির, মো. শাওন শেখ ও রাজা ফকিরের নেতৃত্বে কয়েকটি ড্রেজার নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ বালু তোলার বিষয়ে কথা বলতে গেলেও হেনস্তার শিকার হতে হয়। ফলে কেউই মুখ খুলতে চান না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে তাঁরা জানান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায়ই ব্যবস্থা নেওয়া হয় এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে। স্থানীয়দের লিখিত অভিযোগ না থাকায় কারা জড়িত রয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফলে সরাসরি কারো বিরুদ্ধে মামলা করাও যাচ্ছে না। </span></span></span></span></p> <p> </p>