<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দলকে মানুষের পাশে থাকতে হয়। মানুষের মালিক সেজে নয়, মানুষের সেবক সেজে। আওয়ামী লীগের মতো একটি প্রবীণ দল তার এ রকম বিপর্যয়! এ ক্ষেত্রে আমি বলব, গত এক যুগ বা তারও বেশি সময়ে এটা কোনো রাজনৈতিক দল ছিল না। এটা ছিল একটা কম্পানি। আওয়ামী লীগের কোনো কর্মী নেই, কোনো নেতা নেই। যারা আছে, কর্মচারী আর পিয়ন। সম্প্রতি কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সঙ্গে একান্ত সাক্ষাতে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজকের পরিস্থিতির জন্য তিনি আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্তৃত্বকেই দায়ী করেন। তিনি বলেন, দেশের মানুষকে মালিক না ভেবে, চাকর ভাবা বা সেবাদাস ভাবার প্রতিফলন ঘটেছে। আগামীতেও যারা এ রকমটা করবে, তাদেরও একই পরিণতি হবে। সেটা দুদিন আগে আর দুদিন পরে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গেল তিন মেয়াদের নির্বাচন নিয়ে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে সত্যিকারেই মানুষ কথা বলা, চলাফেরা করা এবং নিজের মতো করে সম্মান নিয়ে বাঁচার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। গত তিনবার নির্বাচনের নামে প্রহসন হয়েছে। হ্যাঁ, এক হাজার ভোটে আপনি বিশটা ভোট চুরি করেছেন সেটা মানানসই। তবে দুধের মধ্যে পানি মেশানো আর পানির মধ্যে দুধ মেশানো এক কথা না। মানুষ ভোট দেয় নাই, ভোট দিতে পারে নাই, তার পরও ভোট হয়ে গেছে। আমি কখনোই বলব না, শেখ হাসিনার উত্খাত কোনো বিদেশি শক্তির কারণে হয়েছে। তাঁর উত্খাত হয়েছে একটা গণজাগরণের মধ্য দিয়ে, মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে। এটা একটা বিপ্লব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাগরিক হিসেবে নিরপাত্তার বিষয় নিয়ে কাদের সিদ্দিকী বলেন, একজন আওয়ামী লীগের গায়ে হাত দেবে, একজন বিএনপির গায়ে হাত দেবে, একজন জামায়াতের গায়ে হাত দেবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা আমি চাই না। প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে। তাঁদের কারো নিরাপত্তা ক্ষুণ্ন হোক এটাও চাই না। আমি যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করেছিলাম, তখন আওয়ামী লীগের দ্বারা আমার শতাধিক নেতাকর্মী আহত হয়েছিল। এটা কখনোই কাম্য নয়। নোবেল বিজয়ী বিশ্বখ্যাত ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমার বিশ্বাস রয়েছে। তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করব দেশে সুশাসন ও স্থিতিশীলতা বজায় রাখতে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এ বিষয়ে ছাত্র-জনতাসহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। আগামীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারকে যথাযথ সময় দিতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের সমালোচনায় সিদ্দিকী আরো বলেন, স্বাধীন দেশে সবাই স্বাধীনতার পক্ষেই থাকে। আমি পৃথিবীর আর কোনো দেশ খুঁজে পাইনি, যেখানে স্বাধীনতার পক্ষের-বিপক্ষের কথা বলে জাতির মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে। এটা গ্রহণযোগ্য না। রাজনৈতিক দলকে মানুষের পাশে থাকতে হবে। মানুষের মালিক সেজে নয়, মানুষের সেবক সেজে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আমি সরকার পতনের ১০-১২ দিন আগে বলেছিলাম, আপনি সর্বদলীয় সম্মেলন আহবান করেন। কিন্তু উনি আহবান করেছিলেন ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে তাঁর মত লোক হয় না, তাঁর মতো নেতা হয় না।</span></span></span></span></p> <p> </p>