<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে তালা দেন তারা। এর আগে বুধবার সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সময় বেঁধে দেন। শিক্ষার্থীদের বাধার মুখে যোগদান করতে এসেও বুধবার ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছেন নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান। এরপর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, উপাচার্যের ধারাবাহিক কর্ম, তার প্রশাসনের অদক্ষতা, অযোগ্যতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী। তিনি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে শিক্ষার্থীদের একাংশের বাধার মুখে যোগদান করতে এসেও বুধবার ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছেন নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান। তাকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বৈরাচারের দোসর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আখ্যা দিয়ে কোষাধ্যক্ষ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটি পক্ষ। তার নিয়োগের প্রতিবাদে বুধবারও ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। অন্যদিকে নতুন কোষাধ্যক্ষকে দায়িত্ব নিতে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।</span></span></span></span></p>