<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি দিশাহীন জাতিকে দিশার জন্য সিপাহি ও জনতা মিলে শহীদ জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলেন, তিনি নিজে অধিষ্ঠিত হননি। বিএনপি মানেই জনগণ। শহীদ জিয়ার বক্তব্য ছিল জনগণই সকল শক্তির উৎস। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এ জন্যই বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. জাহিদ বলেন, অনেকেই অনেক রকম কথা বলবেন। জেনজিরা হয়তো বলবেন ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্পস্ট ভাষায় বলতে হবে, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো না, ৯০ না হলে ২০২৪-এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে। অতীতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে অতীতের মতোই অবস্থা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবীব দুলু, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>