<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাসপাতাল থেকে বের হয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা শুনেছি গত বুধবার অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন। তিনি চিকিৎসাধীন সবার সঙ্গে দেখা করতে পারেননি। ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন, তিনিও সবার সঙ্গে দেখা করতে পারেননি। এ জন্য চিকিৎসাধীন আহতদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা কথা বলে যেটা জানলাম, আন্দোলনকারী যারা আহত, তাদের চিকিৎসা মোটামুটি হলেও অন্যান্য আর্থিক সহায়তা তারা পায়নি। আমরা বুঝি, এর বাইরেও তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। সরকারের তরফ থেকে প্রতিশ্রুত এক লাখ টাকা তারা পায়নি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এটার দায়িত্ব যাঁরা নিয়েছেন, তাঁরা যেন এই আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য পাঁচ লাখ টাকা পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দিতে হাসপাতালে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্র সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। </span></span></span></span></span></p> <p> </p>