<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিধ্বস্ত লেবানন, লিবিয়ার বেনগাজি ও তার পার্শ্ববর্তী অঞ্চল তিউনিশিয়া থেকে ২৫৬ বাংলাদেশি প্রবাসী ফেরত এসেছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরে প্রবাসী বাংলাদেশিরা আলাদা তিনটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া ও লেবাননের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া থেকে আজ ভোর সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে ১৪৩ জন, লেবানন থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ৯৫ জন ও তিউনিশিয়া থেকে ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১৮ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। স্বেচ্ছায় ফেরত আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। আইওএমের পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পাঁচ হাজার ৪৫০ টাকা, লিবিয়া ও লেবানন থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ছয় হাজার টাকা এবং কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>