<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ নভেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ১৫ নভেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। দিনটি উপলক্ষে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সেন্ট্রাল বডি রয়েছে, তারা আহত যারা ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেবে। আর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে, জেলা প্রতিনিধিরা জেলা পর্যায়ে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবে। এটা হচ্ছে ১০০ দিন উপলক্ষে আমাদের কর্মসূচি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন, আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রামের চারজনের বাইরে একটি নির্বাহী কমিটি থাকবে। ওই নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন প্রতিনিধি থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু-একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেকটি বিষয় হচ্ছে, অর্গানাইজিং টিম থাকবে। এর মাধ্যমে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব তাতে নির্ধারণ করা থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটি বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>