<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে এক দিনের ব্যবধানে আবার বর্ডার গার্ড বাংলাদেশের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বিজিবি) হাতে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯৩ লাখ টাকার পণ্য জব্দ করে। এর আগে ১০ নভেম্বর এক কোটি টাকার পণ্য জব্দ করে বিজিবি। এ নিয়ে ছয় দিনে বিজিবির চার অভিযানে ১১ কোটি টাকার পণ্য জব্দ হলো। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করে বিজিবি। এসব তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।</span></span></span></span></p> <p> </p>