<p>জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে ইসলামিক বইমেলার একটি স্টলে ইসলামের ইতিহাস নিয়ে লেখা বইগুলোর মলাট উল্টে দেখছিলেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী শিহাবুল ইসলাম। কী বই খুঁজছেন? এমন প্রশ্ন করতেই বললেন, ‘দেখে দেখে ইসলামের ইতিহাসবিষয়ক বই কিনব। এগুলোই এখন পড়তে ভালো লাগে।’</p> <p>গতকাল শুক্রবার রাজধানীর তেজকুনিপাড়া থেকে একই প্রতিষ্ঠানের আরো দুই শিক্ষার্থী শ্রাবণ ও হাসানের সঙ্গে মেলায় এসেছেন শিহাব। তাঁরাও জানান, ইসলামের ইতিহাস নিয়ে পড়ার আগ্রহ থেকেই মেলায় এসেছেন। মূল্যছাড়ে সাধ্যের মধ্যে বই কিনে সন্তুষ্ট তাঁরা।</p> <p>আগের চেয়ে বড় পরিসর নিয়ে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গত ২২ অক্টোবর এই মেলা শুরু হয়েছে। বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ গেটের মেলা প্রাঙ্গণে নারী-পুরুষ-নির্বিশেষে উপস্থিত থাকলেও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো।</p> <p>‘আন্দালুসের ইতিহাস’ নামের দুই খণ্ডের বই কিনেছেন বারিধারা জামিয়া মাদানীয়া মাদরাসার দাখিলের শিক্ষার্থী আরিফুল ইসলাম নাদিম। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমরা ইতিহাস ও ইসলামী সাহিত্যের বই পড়ি। তবে ইসলামের ইতিহাসের বইগুলো আমাদের পাঠ্যক্রমের সহায়ক বই হিসেবে বেশি পড়া হয়।’</p> <p>পরিসর বাড়ার পর মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। সম্প্রতি দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বই পড়ার প্রবণতা কিছুটা বেড়েছে বলে ধারণা করছেন তাঁরা। মেলা আয়োজক কমিটির সদস্য ও গার্ডিয়ান প্রকাশনীর এএমডি মাহমুদুল হাসান বলেন, ‘এবারের মেলায় মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। বিশেষত তরুণ পাঠক বেড়েছে।’</p> <p>দৃষ্টিনন্দন সাজসজ্জা এবারের মেলার অন্যতম আকর্ষণ। মেলায় স্থাপন করা হয়েছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের জায়গা এবং নান্দনিক ডিজাইনের লেখকমঞ্চ। পূর্ব ও দক্ষিণ গেট মিলিয়ে ১৫১টি সুসজ্জিত স্টল বসেছে। এর মধ্যে পূর্ব গেটে রয়েছে ৮৫টি ইসলামী প্রকাশনীর স্টল এবং দক্ষিণ গেটে বই বিক্রেতাদের ৬৬টি স্টল।</p> <p>ছুটির দিন ছাড়া ইসলামী বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিন মেলা চলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।</p> <p>মেলা বাড়তে পারে দশ দিন : আগামীকাল ১০ নভেম্বর এই মেলা শেষ হওয়ার কথা থাকলেও দশ দিন সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পাঠক ও প্রকাশকরা। এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা সাদিয়া শারমিন।</p> <p> </p>