<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশে এবং বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠী অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে থাকে। যেসব এনজিও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে নিয়ে কাজ করে, তাদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। গতকাল বরিশালের একটি হোটেলে এনজিও খাতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএফআইইউয়ের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।  বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহকারী কান্ট্রি ডিরেক্টর আজাহার আলী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স উপদেষ্টা মামুন উর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের ক্যামেলকো মো. রফিকুল ইসলাম।</span></span></span></span></span></p>