<p>পনেরো দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইটে তিনি সস্ত্রীক অবতরণ করেন। এ সময় দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মহাসচিবের একান্ত ব্যক্তিগত সহকারী ইউনূস আলীসহ নেতাকর্মীরা মির্জা ফখরুলকে স্বাগত জানান।</p> <p>বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার নেতাকর্মীরা মির্জা ফখরুলকে বিদায় জানাতে আসেন। তাঁদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গত ১৭ বছর প্রবাসে থেকে আপনাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আহ্বান, দেশের জনগণ ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবেন।’</p> <p>এ সময় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাছান, সহসভাপতি মো. কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টুসহ অনেকে।</p> <p>গত ৯ অক্টোবর দিবাগত রাতে বড় মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী ডা. শামারুহ মির্জার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল</p> <p> </p>