<p>হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, ফিলিস্তিনিদের রক্তে ফিলিস্তিন রঞ্জিত করা হচ্ছে। অথচ বিশ্বের মুসলিম দেশগুলো চুপ হয়ে বসে রয়েছে। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার শক্তি নেই। সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে হবে। ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। যে আমেরিকার মদদে ইসরায়েলকে সহযোগিতা করা হচ্ছে, সেই আমেরিকার দূতাবাস ঘেরাও কর্মসূচি দেব। ইসরায়েলি হামলা বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।</p> <p>গতকাল শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে বিক্ষোভ সমাবেশে আব্দুল আউয়াল এসব কথা বলেন। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।</p> <p>সমাবেশে আরো উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ ও খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।</p>