<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনএসইউ ডায়ালগ-২০২৪।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চূড়ান্ত প্রতিযোগিতায় জয়লাভ করে এনএসইউ ব্লু দল। দলটির সদ্যরা হলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদিব ফয়সাল এবং সিয়াম মারজান। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কৃত করে আয়োজক কর্তৃপক্ষ। এই বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কণ্ঠ। গত ১৮ অক্টোবর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতাটি। চারটি ভিন্ন দলের (বিপি) ফরম্যাটে বাংলাদেশের সেরা ৩৬টি দল এতে অংশগ্রহণ করে। গত ১৯ অক্টোবর চারটি দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের পর্যালোচনায় এনএসইউ ব্লু দলকে জয়ী ঘোষণা করা হয়।</span></span></span></span></p>