<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তাঁর স্ত্রী নিলীমা দাস, কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীসহ ২৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্য ব্যক্তিরা হলেন মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী মোসা. নুসরাত জাহান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রাশেদুল আলম, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোছা. ইসরাত জাহান, শেয়ারহোল্ডার ইজাজ আবরার, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রডাক্ট লিমিটেডের এমডি আরিফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম সরওয়ার, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ার, প্রতিষ্ঠানটির আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দীন, মহিন উদ্দিন, নুর করিম ও মোক্তার হোসেন পাটোয়ারী। গতকাল দুদকের পক্ষ থেকে ওই ২৭ ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ছয়টি পৃথক আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুবিদ আলী ভূঁইয়া ও মৃণাল কান্তি দাসের আবেদনে বলা হয়েছে, তাঁদের নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন।</span></span></span></span></span></p>