<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব-এ প্রশাসক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এজেন্সি মালিকরা। তাঁরা বলছেন, হাবে প্রশাসক নিয়োগ ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্টদের ষড়যন্ত্র মাত্র। প্রশাসক দিয়ে ৯৫ শতাংশ হাজির হজ ব্যবস্থাপনাকে বিপদে ফেলে দেবে। ঝুঁকিতে পড়বেন আল্লাহর ঘরের মেহমানরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ হাব সদস্যের ব্যানারে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময়সভায় এ দাবি জানান বক্তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতবিনিময়সভায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হাব নির্বাচনে পরাজিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিনিধিরা হাবে প্রশাসক নিয়োগের পক্ষে কাজ করছে। তারা ধর্ম উপদেষ্টাকে ভুল বুঝিয়ে হাসিনার ষড়যন্ত্রকে বাস্তবায়নে মাঠে নেমেছে। বাণিজ্য মন্ত্রণালয় কাদের প্ররোচনায় প্রশাসক নিয়োগ দিয়েছে, জাতির সামনে তা তুলে ধরা হবে। হজ নিয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই হাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মেজবাহ উদ্দিন সাইদ বলেন, হাবের ইতিহাসে কখনো প্রশাসক নিয়োগ করা হয়নি। হজ ব্যবস্থাপনাকে ধ্বংস করতেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় উপস্থিত ছিলেন হাব সভাপতি হেফাজত নেতা সরদার ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>