<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর উত্তরা এলাকায় ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে। গ্রামের বাড়ি থেকে অফিসের কাজে ঢাকায় এসে প্রাণ হারান তিনি। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল দুপুরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরায় নিহত যুবক সোহান হোসেন সোহাগ (২৭)। হত্যার পর তাঁর মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, তাঁকে ছিনতাইকারীরা হত্যা করতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত সোহাগের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর ছোট ভাই শাওন হোসেন বলেন, তাঁর ভাই শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ছুরি মেরে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁর ভাইকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, তাঁকে ছিনতাইকারীরা হত্যা করতে পারে বলে ধারণা পাওয়া গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা তদন্ত করছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত ভাইকে উদ্ধারকারীদের বরাতে শাওন বলেন, তাঁর ভাই সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে ঢাকায় এসে ভোরের দিকে উত্তরায় বাস থেকে নামেন। এরপর নিজ কাজে যাচ্ছিলেন। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে পালিয়ে যায়। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তাঁকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাজারের সামনে মরদেহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল বিকেলে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে মো. সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল ৪টার দিকে নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সিদ্দিক আগেই মারা গেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোলাপ শাহ মাজারের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করি।  ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>