<p>সাম্প্রতিক অস্থিরতার পর গাজীপুরে সপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চলেছে অনেক কারখানায়। গত কয়েক সপ্তাহের আন্দোলনের কারণে শিপমেন্ট ঠিক রাখতেই কারখানা খোলা রাখা হয় বলে জানা গেছে। এদিকে বকেয়া বেতনসহ নানা দাবিতে আন্দোলনের কারণে বন্ধ থাকা ১১ কারখানার মধ্যে কয়েকটি অংশ চালু হয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে।</p> <p>গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, গাজীপুর শিল্পাঞ্চলে শুক্রবার সপ্তাহিক ছুটি। গত কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলনের কারণে শিপমেন্ট ঠিক রাখতে এবং ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার ২০-২২ শতাংশ কারখানা চালু ছিল। তা ছাড়া শ্রমিক আন্দোলনে বন্ধ হয়ে যাওয়া ১১টি কারখানার মধ্যে দুই-তিনটিতে আংশিক উৎপাদন চলেছে। বাকিগুলো চালুর জন্য আলোচনা চলছে।</p> <p> </p>