<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার তিন অতিরিক্ত আইজিপিসহ সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েকজনকে রদবদল করা হয়েছে। গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন করে রদবদল করাদের মধ্যে রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্যসহ রয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার আরো দুজন কর্মকর্তা। এর বাইরে রংপুর, বরিশাল রেঞ্জে নতুন ডিআইজিসহ চার পদের চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। পাশাপাশি তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বশির আহম্মদ, আরআরএফের পুলিশ সুপার (পুলিশ সদর দপ্তরে সংযুক্তির আদেশপ্রাপ্ত) মো. মীজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকির।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার ডিআইজি বদলি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে চার ডিআইজিকে বদলি করা হয়। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) এবং মো. শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। এর বাইরে এস এন মো. নজরুল ইসলামকে সিআইডি, এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলায় নতুন এসপি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই আদেশে নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।</span></span></span></span></p> <p> </p>