<p>‘নাগরিক সেবা দেওয়াই মূল লক্ষ্য। মাঠ পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতনদের সঙ্গে সমন্বয় করে থানাসংশ্লিষ্ট সব কাজ শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। লুটপাট হওয়া অনেক অস্ত্রই উদ্ধার করা হয়েছে। একটি শটগান, দুটি পিস্তল ও তিনটি গ্যাসগান এখনো উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’</p> <p>ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে কালের কণ্ঠকে এ কথা বলেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার পর থানার কর্মকাণ্ডে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এখন সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মানুষ যাতে সেবা পায় সেদিকে খেয়াল রাখছি আমরা।’</p> <p>তবে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ থানার ভেতরে সক্রিয় থাকলেও মাঠে এখনো তেমন টহলে নেই। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ঢাকাসহ সারা দেশেই হত্যাকাণ্ড বাড়ছে। গত বুধবার দিনের বেলা যাত্রাবাড়ী এলাকায় বাসায় ঢুকে সীমা আক্তার (২২) ও তাঁর গর্ভের সন্তানকে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার ভোরে পুরান ঢাকার লালবাগের একটি সাবলেট বাসা থেকে ইডেন কলেজের শিক্ষার্থী শায়লা আক্তারের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে আব্দুল্লাহ আল তাহসীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আনিস ও মাসুদ কায়সার নামের দুই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এভাবে প্রতিদিনই দেশ খুনাখুনি বাড়ছে। </p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর নতুন সরকার সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে মাঠ পর্যায়ে যেসব অপরাধ কর্মকাণ্ড ঘটছে সেদিকে তারা খুব একটা নজর দিতে সময় পাচ্ছে না। আবার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া, গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম না থাকার কারণেও পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালনে ভয়ের মধ্যে আছেন বলে সংশ্লিষ্ট একাধিক থানার পুলিশ সূত্রে জানা গেছে।</p> <p>জানা গেছে, এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। উদ্ধার হয়নি লুট হওয়া বেশির ভাগ অস্ত্র। তবে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে চলমান পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে গতকাল পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, সরকার পতনের পরে রোষানলের শিকার হন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা। লুট করা হয় থানার অস্ত্র। তবে নতুন করে পুলিশ এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে।</p> <p>পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সারা দেশে থানা থেকে লুণ্ঠিত তিন হাজার ৩০৪টি অস্ত্র, ২৫ হাজার ৯৭৪টি গুলি, ২১ হাজার ৩৯৫ টিয়ার গ্যাসের শেল ও এক হাজার ৯৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। </p> <p>ইনামুল হক সাগর বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটবর্তী থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।</p> <p>ঢাকা মহানগর পুলিশ সূত্র বলছে, সরকার পরিবর্তনের পর রাজধানীর বিভিন্ন থানা থেকে এক হাজার ৮৯৮টি অস্ত্র লুট করা হয়। ভবন, ফাঁড়িসহ ১৪২টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়। লুট হওয়া অস্ত্রের মধ্যে ২৪ আগস্ট পর্যন্ত ৪৫৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি এক হাজার ৪৪৫টি অস্ত্র উদ্ধার হয়নি।</p> <p> </p> <p><strong>অস্ত্র জমা না দিলে ব্যবস্থা</strong></p> <p>সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা/ইউনিট/ডিউটিস্থল থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় স্বেচ্ছায় জমা না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।</p> <p>সারা দেশের বেশির ভাগ থানা থেকে অস্ত্র লুট করা হয় জানিয়ে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সেসব অস্ত্রের বেশির ভাগ এখনো উদ্ধার করা যায়নি।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>