<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের যে সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, তার অঙ্ক বাড়ানো হয়েছে। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে চার লাখ টাকা পর্যন্ত নগদ তোলা যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদেবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগের সপ্তাহে নগদ অর্থ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ তিন লাখ টাকা। এক সপ্তাহ পর নগদ উত্তোলনের নতুন সীমা ঠিক করে দেওয়া হলো। এর আগে দুই দফা প্রথমে এক লাখ ও পরে দুই লাখ টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে অতিরিক্ত টাকা উত্তোলনের প্রবণতা ও অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংক কর্তৃপক্ষকে জরুরি বার্তায় নতুন চার লাখ টাকার সীমার নির্দেশনা দেওয়া হয়। একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক চার লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো অঙ্কের টাকা আরেক হিসেবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার গঠিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিক ও ব্যবসায়ীদের মধ্যে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়।</span></span></span></span></p>