<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বর্তমানে দেশে মোট বিদ্যুতের মাত্র ৪ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে আসছে। দেশে নবায়নযোগ্য শক্তি বিশেষত সৌরশক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে ২০৩০ সাল নাগাদ মোট বিদ্যুৎ চাহিদার ৩৭ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি দিয়ে পূরণ করা সম্ভব। তবে এ খাতের অর্থায়নে দেশের বাণিজ্যিক ব্যাংকসহ অন্য আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরো অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আয়োজিত হয় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রিনিউবেল এনার্জি ফাইন্যান্স ট্রেন্ডস ইন বাংলাদেশ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক কর্মশালা। সেখানে এসব কথা বলেন, দেশের আর্থিক খাত ও নবায়নযোগ্য শক্তি খাতের প্রতিনিধিত্বকারী অংশগ্রহণকারীরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশে নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়ন তথা ঋণপ্রবাহ শক্তিশালী করার ক্ষেত্রে অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে অংশীজনদের মতবিনিময়ের জন্য কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বাগত বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএমের ফ্যাকাল্টি সদস্য মোরশেদ মিল্লাত বলেন, বর্তমানে ব্যাংকিং খাত যে হারে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ঋণ দিচ্ছে তা অপ্রতুল। এতে ২০৪০ সাল নাগাদ ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের ১০ শতাংশেরও কম পাওয়া যাবে দেশের ব্যাংক ও এনবিএফআইগুলো থেকে। আর্থিক খাতের প্রতিনিধি হিসেবে কর্মশালায় অংশ নেন ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনআরবি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যানসের সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের পরিবেশবান্ধব অর্থায়নবিষয়ক নির্দেশনার সঙ্গে সংগতি রেখে দেশের ব্যাংকিং খাতের অংশীজনরা নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়নে উৎসাহী বলে জানান এই অংশীজনরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাংকিং খাতের অংশীজনরা আরো বলেছেন, গ্রাহক পর্যায়ে এ বিষয়ে সচেতনতার অভাব, কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশনায় অস্পষ্টতা, উদ্যোক্তাদের জন্য প্রণোদনার অভাব, ঝুঁকি থেকে ব্যাংকগুলোকে সুরক্ষা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং সর্বোপরি ব্যাংকগুলোতে এ বিষয়ে দক্ষ জনবলের অভাব এ খাতে অর্থায়ন জোরদার করার পথে বড় বাধা বলে মনে করেন তারা। নবায়নযোগ্য শক্তি উদ্যোক্তাদের সম্মিলিত মঞ্চ বা অ্যাসোসিয়েশন যদি উদ্যোক্তা ও ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের কাজে এগিয়ে আসে তাতে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত গতি আসতে পারে বলে মত দিয়েছেন তারা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানে নবায়নযোগ্য শক্তি উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে কর্মশালায় অংশ নেয় রহিম আফরোজ সোলার, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোলারিস এবং ইনস্টিটিউট ফর এনার্জি ইকনোমিক্স অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালিসিসের গবেষক ও শীর্ষ কর্মকর্তা।</span></span></span></span></span></p> <p> </p>