<p>নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হলেও শ্রমিকের নিরাপত্তা এখনো সন্তোষজনক নয়। ২০১২ ও ২০১৩ সালে পর পর দুই বছর পোশাকশিল্পে বড় দুটি দুর্ঘটনায় বিপুলসংখ্যক শ্রমিকের মৃত্যুর পর কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। এক গবেষণাপ্রতিষ্ঠানের জরিপে দাবি করা হয়েছে, গত ১০ বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পাঁচ হাজার ২৩৫ জন শ্রমিক মারা গেছেন।</p> <p>এদিকে পরিবেশবান্ধব কারখানা করায় বিভিন্ন শিল্পের ২৯টি ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।</p> <p>শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশীর কবির, বিজেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।</p> <p> </p> <p><strong>আইএলও কনভেনশন অনুসমর্থন ও শ্রম আইন সংশোধনের আহ্বান জানাচ্ছে এসএনএফ</strong></p> <p>এদিকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) আইএলও কনভেনশন অনুসমর্থন ও শ্রম আইন সংশোধনের আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, বিপুল শ্রমশক্তির এ দেশে প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলছে এবং দিন দিন তা বাড়ছে। শ্রমের সঙ্গে যুক্ত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বরাবরই উপেক্ষিত রয়েছে।</p> <p> </p>