<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেরুয়া নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট এলাকা ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার লক্ষাধিক মানুষকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেতু না থাকায় যাতায়াত, কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি হচ্ছে। নদীর ওপারে সরিষাবাড়ী উপজেলায় স্কুল, কলেজ, হাট-বাজার, যমুনা সার কারখানা, রেলওয়ে স্টেশন, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থাপনা হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কাজিপুর উপজেলার মানুষের। যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীরা পড়ছে চরম বিপাকে। একটি সেতুই পারে পেরুয়া নদীর দুই পারের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজিপুর উপজেলা চরাঞ্চল হওয়ায় প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদন হয়। সেতু না থাকায় সঠিক সময়ে কৃষিপণ্য বাজারে আনতে পারেন না কৃষকরা । ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে উপজেলার কৃষির ওপর নির্ভরশীল মানুষ। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেশি থাকায় নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ ২৫ গ্রামের লক্ষাধিক মানুষকে। স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে হয়নি কোনো কাজ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্ভোগ লাঘব করতে অতি দ্রুত জগন্নাথগঞ্জ এলাকায় পেরুয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি দুই উপজেলার ভুক্তভোগী মানুষের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বোরহান উদ্দিন</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথগঞ্জ , সরিষাবাড়ী, জামালপুর</span></span></span></span></p> <p> </p>