<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের মহানগর ও শহর এলাকাগুলো থেকে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বেশি। গত চার শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ, জেলা, উপজেলা ও থানাভিত্তিক ঠিকানা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাবিতে ভর্তি হওয়া গত ২০১৯-২০ থেকে ২০২২-২৩ চারটি শিক্ষাবর্ষের ২৫ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীর ঠিকানা বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, দেশের মহানগর ও জেলা সদর এলাকার ৯ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার হার ৩৮ শতাংশেরও বেশি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী শহর এলাকার তিন হাজার ২৩৭ জন। শুধু ঢাকা শহরেরই আছে দুই হাজার ৬৪৩ জন, যার হার ১০ শতাংশেরও বেশি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অবস্থা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, গবেষণা না করে কারণ ব্যাখ্যা করা কঠিন। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কারণ অনুমান করতে পারি। যদি মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে তুলনা করি, তবে ঢাকা অন্যান্য শহরের তুলনায় স্পষ্টতই এগিয়ে। কারণ একাধিক হতে পারে। ঢাকায় অন্যান্য শহরের তুলনায় বেশি প্রার্থী রয়েছে, যা আনুপাতিকভাবে তাদের ভর্তি পরীক্ষায় সংখ্যায় বেশি সুযোগ দেয়। দ্বিতীয়ত, তুলনামূলকভাবে ঢাকা শহরের শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারে ভালো শিক্ষার সুযোগ পেয়েছে, যা তাদের ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে। তৃতীয়ত, ঢাকার শিক্ষার্থীদের অভিভাবকরা সাধারণত স্কুলে পড়ার শুরু থেকেই তাদের সন্তানদের শিক্ষায় বেশি বিনিয়োগ করেন, যা তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত চার শিক্ষাবর্ষে ভর্তি হওয়াদের মাঝে দেশের ৬১টি জেলা সদর এলাকার শিক্ষার্থী ২৫ শতাংশেরও বেশি, ছয় হাজার ৫৪৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১২টি জেলা সদরের এক হাজার ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে, যা সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে চট্টগ্রাম ও খুলনা। এই বিভাগ দুটির জেলা সদর এলাকাগুলো থেকে এক হাজারেরও বেশি করে শিক্ষার্থী ঢাবিতে ভর্তি হয়েছে। সবচেয়ে কম শিক্ষার্থী সিলেট বিভাগের চারটি জেলা সদরের, মাত্র ১৩৬ জন, যা ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ১ শতাংশেরও কম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট থেকে কম শিক্ষার্থী হওয়ার বিষয়ে ড. মনিনুর রশীদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের অনেকের আত্মীয়-স্বজন বিদেশে রয়েছে, যা তাদের বিদেশে যেতে অনুপ্রাণিত করে। যেহেতু তাদের অনেকেই বিশ্বাস করে যে তাদের মূল গন্তব্য বিদেশ, তাই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ততটা দৃঢ়প্রতিজ্ঞ নাও হতে পারে। যদিও তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করে, তবে ব্যর্থ হলে নিজ এলাকায় শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজে ভর্তির বিকল্প রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীর্ষে ঢাকা জেলা, পিছিয়ে বান্দরবান </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত চার শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা জেলা থেকে। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও যশোর জেলা। সবচেয়ে কম ভর্তি হয়েছে পার্বত্য জেলা বান্দরবান থেকে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্বত্য জেলাগুলো থেকে কম ভর্তি হওয়ার বিষয়ে মনিনুর রশীদ বলেন, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি প্রান্তিক এলাকা। আর্থ-সামাজিক এবং রাজনৈতিক সংগ্রামের কারণে তাদের জীবন অন্য অনেক শহরের শিক্ষার্থীদের মতো স্থিতিশীল নয়। তাই পড়াশোনা চালিয়ে যাওয়া এবং প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা ভিত্তিতে শীর্ষে সদর উপজেলাগুলো</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৫ উপজেলা থেকেই গত চার শিক্ষাবর্ষে ঢাবিতে শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রতিটি জেলার সদর উপজেলা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য উপজেলাগুলো থেকে বেশি। তবে ব্যতিক্রম পাওয়া গেছে মাত্র তিনটি। সেগুলো হলো : মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পটুয়াখালীর বাউফল এবং কক্সবাজারের চকরিয়া উপজেলা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলাগুলোর মধ্যে গত চার শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে যশোর সদর থেকে, ২৭৯ শিক্ষার্থী। এর পর রয়েছে নারায়ণগঞ্জ সদর, গাজীপুর সদর, রংপুর সদর ও ঢাকার সাভার উপজেলা।  এর প্রতিটি উপজেলায় দুই শর বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবচেয়ে কম ভর্তি হয়েছে বরগুনার তালতলী উপজেলা থেকে, গত চার বছরে মাত্র একজন। আর খাগড়াছড়ির মহালছড়ি ও মানিকছড়ি উপজেলা থেকে মাত্র দুজন করে শিক্ষার্থী ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনিনুর রশীদ বলেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের সঠিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলার ক্ষেত্রে আনুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং পরীক্ষার মাধ্যমে শুধু সার্টিফিকেটপ্রাপ্তির কেন্দ্রে পরিণত হয়েছে। এই খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পুরো শিক্ষা ক্ষেত্রে আমাদের একটি ব্যাপক, অন্তর্ভুক্তিমূলক এবং ভালো শিক্ষানীতি এবং অনুশীলন দরকার এবং খুব দেরি হওয়ার আগেই এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>