<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৬৬ জন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। হাসপাতালে ভর্তি আট হাজার ১০৫ জন। আগের মাস অক্টোবরে একই সময়ে মৃত্যু ৩০ জনের, হাসপাতালে ভর্তি ছিল সাত হাজার ৮৫১ জন। অর্থাৎ মৃত্যু বেড়েছে ৩৩.৩৪ শতাংশ, আক্রান্ত ৩.১৪ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল ছুটির দিন হওয়ায় দেশের সব হাসপাতালে তথ্য পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য এক দিনে আক্রান্তের সংখ্যা কম। আগের দুই দিন যথাক্রমে ভর্তি এক হাজার ২০৯ জন ও এক হাজার ১০৯ জন। মৃত্যু সাত ও চারজনের।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৪২ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়। নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৬৯ হাজার ৯২২ জন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪২ জনের। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সে আক্রান্ত ২৯ হাজার ৮৩৪ জন, যা মোট আক্রন্তের ৪৩ শতাংশ। এই বয়সে মারা গেছে ৮০ জন, যা মোট মৃত্যুর ২৪ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চলতি বছর ভর্তি রোগীদের ৪০ হাজার ৯৯৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৮ হাজার ৯২৩ জন। ডেঙ্গু আক্রান্তের এই সংখ্যা দেশে তৃতীয় সর্বোচ্চ।</span></span></span></span></span></p> <p> </p>