<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্বশত্রুতার জেরে স্বপন আহমেদ (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন মাদক কারবারিরা। এ সময় আরো একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অন্য যুবকের নাম মোফাজ্জল হোসেন সোহেল। তিনিও একই এলাকার বাসিন্দা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকালে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইকলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে আমাদের এলাকা রামচন্দ্রপুর গ্রামের প্রয়াত তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সালাউদ্দিন, তাঁর ভাই আবুল হোসেনের নেতৃত্বে চিহ্নিত মাদক কারবারিরা দেশি অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালান। এ সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল এবং আমার ভাই স্বপন আহমেদ হামলাকারীদের বাধা দিলে তাঁরা দুজনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এক পর্যায়ে তাঁদের দুজনকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় আমার ভাই স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। আর অবস্থা বেশি খারাপ হওয়ায় মোফাজ্জল হোসেন সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>