<p>নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ইতোমধ্যে দুটি গ্রুপ পাল্টাপাল্টি মামলা করেছেন। স্থানীয় রাজনীতিক, সুশীল সমাজও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিল। এ ঘটনায় তাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। অপর গ্রুপের দাবি, তারা সবাই নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের ছয়জন আহত হন।</p> <p>২৯ অক্টোবর দুপুর ১টায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ১৪ জনকে আসামি করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। পুলিশ ওই ঘটনায় রনিকে গ্রেপ্তার দেখায়। ৩০ অক্টোবর আদালত থেকে জামিন পান রনি। পরদিন ৩১ অক্টোবর বাকি ১৩ জনও জামিন পান।</p> <p>বিপরীতে, নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পক্ষে রাশেদুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে সদর থানায় আরেকটি মামলা করেন। তবে তারা এখনো জামিন নেননি।</p> <p>নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের ভাষ্য, ওইদিন দুপুর ১টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা প্রদান করলে সাংবাদিকদের ওপর হামলা করে। এসময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।</p> <p>নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু বলেন, যারা নারায়ণগঞ্জ প্রেসক্লাব দখল করতে চাচ্ছেন তারা কেউই পেশাদার সাংবাদিক নন। কোনো পত্রিকার সঙ্গে তারা জড়িত নন। তাদের দাবি না মানা হলে জাতীয় পত্রিকার সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবে চলে যাবেন আর তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চালাবেন। এটা কি আদৌ সম্ভব?  </p> <p>প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের প্রতি আমাদের আস্থা ছিল। এখন পর্যন্ত তারা জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের ভূমিকায় আমরা শঙ্কিত। আমরা আশা করছি, প্রশাসন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।</p> <p>এ বিষয়ে নারায়ণগঞ্জ মেইল নামক অনলাইন পোর্টালের সম্পাদক মাসুদ রানা রনি জানান, প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবি নিয়ে তারা প্রেস ক্লাবে যান। এসব দাবির মধ্যে প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, বিগত দিনে স্বৈরাচারদের পক্ষ অবলম্বন করা দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রেস ক্লাবের সদস্য পদ পেতে শিক্ষাগত যোগ্যতা সবার রয়েছে কিনা নিশ্চিত করতে। তাদের সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে তারা স্বাভাবিকভাবে তাদের আবেদন ও দাবি নিয়ে কথা বলার একপর্যায়ে ক্লাবের সদস্যরা তাদের ওপর হামলা করে রক্তাক্ত করেন।</p> <p>নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, দুই পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। বিষয়টা দেখা হচ্ছে।</p> <p>নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেন, দুই পক্ষ থেকেই থানায় মামলা হয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালত এবং পুলিশ দেখবেন।</p>