<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৯ দফার একটি ছিল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও ছাত্রসংসদ চালু করা। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদের কোনো অস্তিত্ব নেই। তাই দ্রুত ছাত্রসংসদ গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। </p> <p>শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরার জন্য তাদের কয়েকজন প্রতিনিধি দরকার। আর সেজন্য প্রয়োজন তাদেরই সরাসরি ভোটে, তাদের পছন্দের নেতৃত্ব। এতে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এখানে কেউ কোনো দলের হয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না। পুরো প্রক্রিয়াটা হবে শিক্ষার্থীবান্ধব। </p> <p>এ বিষয়ে গণিত বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী রনি আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ছাত্রলীগের দমন-পীড়নের শাসনে ছিলাম। কেউ মুখ তুলে কিছু বলতে পারেনি। এখন সময় বদলেছে। আমরা নিজেরা নিজেদের নেতৃত্ব নির্ধারণ করব। ছাত্রসংসদের মাধ্যমে গণতান্ত্রিক ছাত্ররাজনীতির বিকাশ শুরু করা জরুরি। আমরা আর কোনো দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির অধীনে যেতে চাই না।’</p> <p>মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইমুল ইসলাম শুভ বলেন, প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যোগসূত্র তৈরির ক্ষেত্রে ছাত্রসংসদ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এতে করে শিক্ষার্থীরা একটি সুষ্ঠু রাজনৈতিক চর্চার সুযোগ পাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্ররা কি ‘কিংস পার্টি’ গঠন করছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730564250-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্ররা কি ‘কিংস পার্টি’ গঠন করছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/02/1441958" target="_blank"> </a></div> </div> <p>কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনে প্রতিষ্ঠাকাল থেকেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তবে বিগত সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে এসেছিল। সে কারণে সরকার পতনের পর গত ৮ আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় আবারো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকলপ্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সে সভায় ছাত্রসংসদ নিয়ে কোনো কথা হয়নি।</p> <p>ছাত্রসংসদের দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসাইন বলেন, ‘আমরা শীঘ্রই ছাত্রসংসদ নিয়ে অফিসিয়ালি ভিসি স্যারের সঙ্গে দেখা করব। ইনফর্মালি এটা নিয়ে কথা হয়েছে। আমরা চাই, দ্রুত ছাত্রসংসদ গঠন হোক।’</p> <p>নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্ররাজনীতি নিয়ে কোনো নির্দেশনা নেই, তাই প্রশাসন যদি চায় সেক্ষেত্রে সিন্ডিকেটের সিদ্ধান্তে ছাত্রসংসদ প্রতিষ্ঠা করতে পারে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। তবে ছাত্রসংসদ প্রতিষ্ঠার পরে আদৌ এটি অরাজনৈতিক থাকবে কি না, এটা একটু বিবেচনার বিষয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগের পোস্টেড দেখেই গ্রেপ্তার সমর্থন করি না : সারজিস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730156790-cefe5e97043d1ee55b24c03981ceb20b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগের পোস্টেড দেখেই গ্রেপ্তার সমর্থন করি না : সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/29/1440325" target="_blank"> </a></div> </div> <p>বিশ্ববিদ্যালয়ের আইনের- ৪৩ এর ৪ নম্বর ধারা মতে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না।’ তবে এ আইনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নিয়ে কোনো দিকনির্দেশনা উল্লেখ নেই। </p> <p>এই অবস্থায় ছাত্রসংসদ প্রতিষ্ঠা সম্ভব কিনা এই প্রশ্নে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এখন ছাত্রসংসদ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। কারণ সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়ে গেছে। তবে শিক্ষার্থীরা যদি ছাত্রসংসদ প্রতিষ্ঠার দাবি করেন, সেক্ষেত্রে প্রশাসন পরবর্তীতে এই বিষয়ে ভেবে দেখতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগের কাছে জিম্মি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730037359-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগের কাছে জিম্মি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/27/1439765" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘এখনই ছাত্রসংসদ হচ্ছে না। আর ছাত্রসংসদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলেও সিন্ডিকেট লাগবে। এই মুহূর্তে যেহেতু কোনো সিন্ডিকেট বোর্ড নেই, তাই কিছু করা সম্ভব হচ্ছে না। আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আগামী দু-এক সপ্তাহের মধ্যেই আশা করি সিন্ডিকেট গঠিত হবে। তখন শিক্ষার্থীরা চাইলে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারব। আর শিক্ষার্থীরা চাইলে অবশ্যই ছাত্র সংসদ হবে।’</p>