<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্ম যার যার, উৎসব সবার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি ঠিক কথা নয়, বরং ধর্ম যার যার, অধিকার সবার। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী গতকাল শুক্রবার পিরোজপুরের সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। তিনি বলেন, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। এমন নাজুক পরিস্থিতি কাজে লাগিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র  করে সারা দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। কোথাও কোথাও হিন্দুদের ঘরবাড়িতে হামলার কথাও শোনা গিয়েছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিরাজমান অবস্থার পরিপ্রেক্ষিতে পিরোজপুরের সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো রকম সন্ত্রাসী হামলার শিকার না হয়, সে জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘিষ্ঠরা হচ্ছে আমানত। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। রাসুল (সা.)-এর এই হাদিসের চেতনা অনুযায়ী আমরা আপনাদের খোঁজখবর নিতে এসেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সব নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সঙ্গে পালন করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় মাসুদ সাঈদীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি রাকিব হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জিয়ানগর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার ডাকুয়া, জিয়ানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল সাহা, হুলারহাট পূজামণ্ডপের সভাপতি কমলেশ সিংহ, সেক্রেটারি মনমোহন রায়, নারকেলবাড়ী পূজামণ্ডপের সভাপতি সনজয় শিকদার, সেক্রেটারি স্বপন কুমার, নগরবাড়ী সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি সুদীপ গাইন, সেক্রেটারি সুব্রত বৈরাগী, দক্ষিণ দিবগ্রাম পূজামণ্ডপের সভাপতি পরিমল মজুমদার, সেক্রেটারি মহাদেব ডাকুয়া, শিকদার মল্লিক বাজার পূজামণ্ডপের সভাপতি ডা. দোদুলেশ রায়, সেক্রেটারি গোপাল চন্দ্র, কদমতলা ধম্ম পূজামণ্ডপের সভাপতি শংকর পাল, সেক্রেটারি বিমল হালদার, রাজবাড়ী সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি গৌর রায় চৌধুরী, সেক্রেটারি বাবুল দাসসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>