<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান দুর্গাপূজা মণ্ডপে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসলামী সংগীত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> পরিবেশনের ঘটনায় জড়িত অভিযোগে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জন এবং সজল দত্ত নামের পূজা কমিটির এক নেতাকে আসামি করে গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন দুজন। পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন সাতজনের বিরুদ্ধে এই মামলা করেন। আসামিরা হলেন শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০),  রনি (২৮), গোলাম মোস্তফা (৩৬) ও মো. মামুন (২৮)। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সজল দত্তকেও আসামি করা হয়েছে। এর মধ্যে শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে দুর্গাপূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এই ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থতার অভিযোগে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে কেন্দ্র থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বৃস্পতিবার রাতে মহানগর পূজা উদযাপন পরিষদের রহমতগঞ্জ এলাকার জে এম (যাত্রা মোহন) সেন  হলে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন দুটি সংগীত পরিবেশন করে। পূজামণ্ডপ মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনাটি ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পূজারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই চট্টগ্রামের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই পূজামণ্ডপে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঘটনাটি নিয়ে গতকাল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিবৃতি দিয়ে বলছে, পূজামণ্ডপে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ যা বলছে</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন বলেন, রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপূজার অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠনের কিছু শিল্পী দুটি গান পরিবেশন করেন। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধে তাঁরা আসেন। তাঁদের একটি গানের যে শব্দ চয়ন, সেগুলো উপস্থিত পুণ্যার্থী ও দর্শনার্থীদের ধর্মানুভূতিতে আঘাত করেছে বলে প্রতীয়মান হয়। পূজামণ্ডপে গান পরিবেশনের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, বিষয়টি অতিদ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে আসার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে তাঁদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সারা রাত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। মামলা করা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যের পাশাপাশি শহীদুল করিম তানজিমুল উম্মাহ মাদরাসার শিক্ষক এবং মো. নুরুল ইসলাম দারুল ইরফান একাডেমির শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসলামী ছাত্রশিবির যা বলছে</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পূজামণ্ডপে ইসলামী গান পরিবেশনের সঙ্গে ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির। মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জে এম সেন হলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে ইসলামী গান পরিবেশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রশিবিরের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনোই সম্পৃক্ততা নেই।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মহানগর বিএনপির বিবৃতি </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। পূজামণ্ডপে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। </span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>