<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মসজিদ ও মন্দিরে রাজনৈতিক চর্চা না করার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না। গতকাল শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানুষকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে, আমরা বাংলাদেশি। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে কেউ এসে সেটা করবে না। কোনো ভিনদেশি আমার-আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একই দিন পূজা উপলক্ষে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়নের মির্জাপুরের নিজ বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আতিথেয়তা দেন গয়েশ্বর চন্দ্র রায়।</span></span></span></span></p>