<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দিরের স্বর্ণের মুকুট চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঢাকায় ভারতের দূতাবাস ফেসবুকে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার দুপুরে পুরোহিত ও সেবায়েতের অনুপস্থিতির সুযোগে এই চুরির ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২১ মার্চ মন্দিরটি পরিদর্শনকালে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালি মা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">য়ের মাথায় উপঢৌকন হিসেবে মুকুটটি পরিয়ে দিয়েছিলেন। এ খবর জানার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ঢাকার ভারতের দূতাবাস ফেসবুকে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালীমন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে চুরি হওয়া মুকুট উদ্ধারের জন্য গতকাল শুক্রবার জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বর্ণের মুকুটটির বিষয়ে যেকোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রি অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে এলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, সাতক্ষীরা ও পুলিশ সুপার সাতক্ষীরাকে জানাতে অনুরোধ করা হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্যানুসন্ধানে মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে ২৪-২৫ বছরের এক যুবক দুপুর ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করে। এ সময় স্বাভাবিকভাবে সে মন্দিরে ঢুকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালী মা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">য়ের পেছনে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে মুকুট খুলে নিয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শার্টের মধ্যে ঢুকিয়ে নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে পুরোহিত দিলীপ ব্যানার্জি বলেন, তিনি দুপুর ২টার একটু আগে মন্দিরে তালা লাগিয়ে বাড়িতে যান। এ সময় সেবায়েতের দায়িত্বে থাকা রেখা রানীকে চাবি দিয়ে ভেতরের অপরিষ্কার সরঞ্জামাদি পরিষ্কারের নির্দেশনা দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেবায়েতের দায়িত্বরত রেখা রানী বলেন, তিনি মন্দিরের মূল গেটের চাবি খুলে অপরিষ্কার জিনিসপত্র পাশের কক্ষে রাখতে যান। ২-৩ মিনিটের মধ্যে ফিরে অপরাপর জিনিসপত্র নিতে এসে মায়ের মাথার মুকুট চুরির বিষয়টি বুঝতে পারেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, মন্দিরের সেবায়েত পদ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব বিষয়ে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক  ফকির তাইজুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রহস্য উন্মোচনে কাজ শুরু করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>