<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। গত মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বেরিয়ে যান। গতকাল বুধবার সকালে তাঁর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ওই কারাগারের জেলার মো. লুত্ফর রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২২ মামলার আসামি শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম (৬২) ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার গ্রামের বাসিন্দা। এর মধ্যে ৯টি হত্যা মামলা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা গেছে, ২২ মামলার মধ্যে ২০ মামলায় এর আগে জামিনে ছিলেন সুইডেন আসলাম। তেজগাঁও থানার বিশেষ দুটি হত্যা মামলায় আদালত থেকে সম্প্রতি জামিন পান তিনি। ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ২৩ নম্বরে তাঁর নাম রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জেলার লুৎফর রহমান বলেন, মঙ্গলবার সুইডেন আসলামের জামিনের আদেশের কপি কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে রাত ৯টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো জানান, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন সুইডেন আসলাম। ২০১৪ সালে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাঁকে।</span></span></span></span></span></p>