<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথিবীপৃষ্ঠের ৭০ শতাংশেরও বেশি এলাকাজুড়ে রয়েছে মহাসাগর। স্বাভাবিকভাবেই পৃথিবীর বেশির ভাগ প্রাণের বিচরণ সাগরে। সাগরজগৎ তাই পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে বিজ্ঞানীদের মনে কোনো সংশয় নেই, তেমনি এ নিয়ে কোনো প্রশ্নও নেই যে সাগরজগৎ সম্পর্কে আমাদের জানার আরো অনেক বাকি। নতুন এক গবেষণার ফল সে কথাই আরো একবার মনে করিয়ে দিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সাগর-মহাসাগরের তলদেশে রয়েছে মোট ১৯ হাজারেরও বেশি আগ্নেয়গিরি। গত ৬ এপ্রিল বিজ্ঞান সাময়িকী আর্থ অ্যান্ড স্পেস সায়েন্সে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার স্যাটেলাইটের মাধ্যমে বহু নতুন আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে এ পর্যন্ত আবিষ্কৃত সিমাউন্টের (সাগরের নিচে থাকা পাহাড়) সবচেয়ে পরিপূর্ণ তালিকা বিজ্ঞানীদের মুঠোয় চলে এসেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন আবিষ্কারগুলোর ফলে সাগরের স্রোত, টেকটোনিক প্লেট (ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ) ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরো বিশদভাবে অনুধাবন করা সম্ভব হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, তাঁরা ভার্টিক্যাল গ্র্যাভিটি গ্র্যাডিয়েন্ট মানচিত্র ব্যবহার করে নতুন ১৯ হাজার ৩২৫টি সিমাউন্ট আবিষ্কার করেছেন। সাগরের তলদেশে থাকা প্রধান টেকটোনিক কাঠামোগুলো শৈলশিরা ছড়ানোর মাধ্যমে গঠিত হয়। সূত্র : এনডিটিভি</span></span></span></span></p> <p> </p>