<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পণ্য আমদানির আড়ালে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচার ঠেকাতে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে পণ্য আমদানির জন্য সম্পাদিত চুক্তি অনুসারে সমপরিমাণ আমদানীকৃত পণ্যের বিল পরিশোধ করবেন ব্যবসায়ীরা। একইভাবে পণ্য রপ্তানির আড়ালে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বাড়তি দাম দেখিয়ে পাচার ঠেকাতে চুক্তিকৃত পণ্যের অর্জিত আয় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশনায় বলা হয়েছে, পণ্য আমদানি-রপ্তানি ব্যবসার জন্য এলসি (ঋণপত্র) ছাড়া চুক্তিপত্রের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের আমদানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। চুক্তিপত্রের আওতায় আমদানি এবং রপ্তানির হিসাবে তথ্য বাংলাদেশ ব্যাংকের অনলাইন সার্ভারে জমা দিতে হবে। এ ছাড়া বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্ট যথাসময়ে জমা দিতে বলা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট আমদানিকারকের পক্ষে চুক্তির মাধ্যমে আমদানি কার্যক্রম না করতে বিশেষভাবে বলা হয়েছে। এ ছাড়া স্বাভাবিক নিয়মে আমদানির জন্য স্বল্পমেয়াদি আমদানি ঋণের ব্যবস্থা করার তাগিদ প্রদান করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই নির্দেশনায় জানানো হয়েছে, চুক্তির আওতায় আমদানির ক্ষেত্রে আমদানিকারক আমদানি দায় পরিশোধ করার জন্য স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নিতে পারবে। পাশাপাশি বিদেশি ঋণদাতা সরবরাহকারীকে এলসি বা এসবিএলসি কিংবা গ্যারান্টি দিতে পারবে। আমদানির জন্য গৃহীত বিদেশি ঋণ এবং সুদ ঋণের শর্ত অনুযায়ী যথারীতি পরিশোধ করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আমদানির জন্য স্বল্পমেয়াদি আমদানি ঋণ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারকের পক্ষ থেকে করপোরেট, ব্যক্তিগত বা তৃতীয় পক্ষ গ্যারান্টি প্রদানের সাধারণ অনুমোদন সুযোগ রয়েছে। চুক্তির আওতায় বাণিজ্যিক আমদানির জন্য ৬০ দিনের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের সুবিধা প্রযোজ্য হবে। অন্যদিকে আমদানির জন্য থার্ড কান্ট্রি ইমপোর্ট কিংবা থার্ড কান্ট্রি এলসি বিষয়ে প্রয়োজনীয় শর্ত উল্লেখ করতে হবে। আর বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে ঘোষিত পদ্ধতি অনুসরণ করে এলসি ছাড়া আমদানি করা যাবে পণ্য।</span></span></span></span></p> <p> </p>