<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ঐক্য খুব দরকার। অনৈক্য হলে সবাই মারা যাব। মারা যাব মানে শেষ হয়ে যাব। এই ঐক্য সংবিধানের ভেতরে থেকেও হতে পারে, বাইরে গিয়েও হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্রের অভিযাত্রা : আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। তাঁর মতে, স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতে জাসদের সদস্যসহ হাজার হাজার মানুষ গুম-খুন হয়েছে। আওয়ামী লীগের ডিএনএর মধ্যে ফ্যাসিজম রয়েছে। তিনি বলেন, ১৫ বছরে রাষ্ট্রটাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়ে গেছেন একজন মহিলা।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ ও ব্রেইন (বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক)। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচক ছিলেন অধ্যাপক আসিফ নজরুল, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, মনির হায়দার, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য শিক্ষক জাহেদ উর রহমান, সাংবাদিক সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আবদুল্লাহ, ছাত্রনেতা উমামা ফাতেমা, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। আলোচনার সূত্রপাত করেন আদর্শের প্রকাশক মাহবুব রহমান ও ব্রেইনের নির্বাহী সদস্য সাদিক মাহবুব। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসিফ নজরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল মিলে সাংবিধানিক পথে যাত্রার সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেনাবাহিনীর ডাকে অনুষ্ঠিত সেই আলোচনায় এক কোনায় বসেছিলাম। কেউ তো তখন বলে নাই, চলেন বিপ্লবী সরকার গঠন করি। সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকলে এটা সবার ভুল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্কৃষ্ট গণতন্ত্র চাইলে কিছু জিনিস সংস্কার করতে হবে। বিপ্লবে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁরা গণতন্ত্র চেয়েছেন। কাজেই কিছু সংস্কার আমাদের করতেই হবে। শুধু নির্বাচন দিলে হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটা ফ্যাসিস্ট রেজিমকে ১৬ বছর ধরে ধৈর্য ধরে রেখেছেন। আমাদের তো ১৬ সপ্তাহও হয়নি। সমালোচনা আর দোষারোপ ভিন্ন জিনিস। পুলিশলীগ দিয়ে চাইলেই সব করা যায় না। বেক্সিমকোর বিরুদ্ধে কিছু করলে দশটা পণ্যের দাম বেড়ে যায়। এটার জন্য দায়ী শেখ হাসিনার ফ্যাসিবাদ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণের প্রথম পথ হলো প্রাতিষ্ঠানিক। শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থায় রাষ্ট্রকে তৈরিই করা হয় আপনাকে হত্যা করতে। রাষ্ট্রের পরিবর্তন ছাড়া কোনো বাঁধন দিয়ে সেই রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কখনো না কখনো তা খুলেই যায়। এ জন্য প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। এই যে পুলিশ কাজ করছে না, এর কারণ প্রতিষ্ঠানে গণতন্ত্র নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলী রীয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্র হলো বহুমত তৈরির পথ। দ্বিমত পোষণ করার অধিকার ও সংস্কৃতিই গণতন্ত্র। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কার্যত একজন ব্যক্তিও অনুশোচনা প্রকাশ করেনি। অন্যদিকে এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যেও পুরনো রাজনৈতিক সংস্কৃতি বদলের কোনো চিহ্ন নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্রের অভিযাত্রায় আলী রীয়াজ তিনটি চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, প্রথমত ঐকমত্যের জন্য বুলডোজার চালানোর দরকার নেই, দ্বিতীয়ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং তৃতীয়ত নতুন বাংলাদেশ গঠনের পরিকল্পনা করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতি উচ্চাশার দরকার নেই। আমাদের ইউটোপিয়ান চিন্তা বাদ দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত আবদুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের বড় একটা ভুল হলো, যে সংবিধানের বিরুদ্ধে আমাদের বিপ্লবটা ছিল, সেই সংবিধানের ভেতরে বিপ্লবটা ঢুকিয়ে দিয়েছি। বাহাত্তরের সংবিধান এখন অপ্রাসঙ্গিক। ফ্যাসিস্ট সরকারের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব আমাদের নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী ফ্যাসিবাদ প্রতিটি ক্ষেত্রে ভ্যানগার্ড বজায় রেখে গেছে মন্তব্য করে তিনি বলেন, এদের দিয়ে আওয়ামী লীগ একটা ধর্মব্যবস্থা হয়ে উঠেছে, এর একটা ধর্মগ্রন্থ আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই তা হাতে ধরিয়ে দেওয়া হতো। আওয়ামী ধর্মের একটা অবতার ছিল, তাদের নিজস্ব একটা জীবনব্যবস্থা ছিল। এই ব্যবস্থায় যে গোষ্ঠীগুলো ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে, তাদের হাতেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরা কিভাবে বিশ্বাসযোগ্য হবে তার নিশ্চয়তা আমাদের দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত তিনটা নির্বাচনে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং গণতন্ত্র হত্যার অপরাধে তাদের তৈরি আইন দিয়েই তাদের মৃত্যুদণ্ড দিতে হবে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে। চাইলে আরো শক্তভাবে হাইকোর্ট দিয়ে নিষিদ্ধ করা যেত।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচিত সরকার আসা পর্যন্ত সব ক্ষুদ্র স্বার্থ দূরে রেখে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেন সারজিস আলম।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবার জাতীয় ঐক্য দরকার বলে মন্তব্য করে উমামা ফাতেমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার একটা দুর্বল অবস্থায় আছে। পুনরায় আমরা একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে না পারলে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের প্রতি অন্যায় হবে। এই দেশের জনগণ সব সময়ই সংগ্রামী। কিন্তু রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে পারে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইয়েদ আবদুল্লাহ বলেন, অপকর্মকারীদের বিচার করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে গতিতে বিচারকাজ এগিয়ে যাচ্ছে তা মোটেও সন্তুোষজনক নয়। মনে রাখতে হবে, জুলাই মাসে এসে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে যাননি। লগি-বৈঠার আন্দোলনে মানুষ পিটিয়ে মেরে নৃত্য করার সংস্কৃতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে।</span></span></span></span></p>