<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে টপ থাই ব্র্যান্ডস-২০২৪ বাণিজ্য মেলা। আগামী ১০ থেকে ১৩ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মেলা আয়োজিত হবে। তিন দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। গতকাল রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলার আয়োজন করা হচ্ছে থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশনের (ডিআইটিপি) উদ্যোগে। আগামী ১০ জুলাই দুপুর আড়াইটায় মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।</span></span></span></span></span></p>