<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক সৃষ্টি কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ বিষয়টি সামনে নিয়ে আসাটা সন্দেহজনক, অবান্তর।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নজরুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একজন শাসক যখন পালিয়ে যান তখন আর তিনি পদত্যাগ করলেন কি করলেন না তাতে কিছু আসে যায় না। যিনি পালিয়ে যান তাঁর পদত্যাগ করা বা না করায় কী আসে যায়? তিনি তো পলাতক। এ নিয়ে প্রসঙ্গটা মিডিয়ায় তোলাটা সন্দেহজনক। এটা একটা দুশ্চিন্তার বিষয় যে কেন এটা হচ্ছে। সরকারের দায়িত্ব এ বিষয়ে খোঁজ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছাত্র-জনতার বিপ্লবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনকালে কারাবন্দি নজরুল ইসলাম খান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ প্রসঙ্গে আমি দুটি ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন জেলখানায় যাই, সেখানে ডিভিশন ওয়ার্ড চম্পাকলির একটা রুমের সামনে একজন সাবেক কর্মকর্তা অনুমতি নিয়ে একটি টেলিভিশন রেখেছেন, যেটাতে শুধু বিটিভি দেখা যায়। আমরা ওখানে বসে দেখলাম, আমাদের যিনি রাষ্ট্রপতি, তিনি তাঁর পাশে তিন বাহিনী প্রধানকে নিয়ে বলছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার পরে এ নিয়ে কোনো কথা কি থাকে? আর কোনো কথা থাকে না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলল যে উনি (হাসিনা) পদত্যাগ করেননি। তার পরে দেখলাম, শেখ হাসিনা নিজে এক টেলিফোন আলোচনায় বলেছেন, যেভাবে পদত্যাগ করার কথা, আমি ওইভাবে পদত্যাগ করিনি। তার মানে, পদত্যাগ করেছেন তিনি। যেভাবে করার কথা, ওইভাবে করেননি। তাহলে পদত্যাগ না করার তো প্রশ্নই থাকছে না; পদত্যাগ তো হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নজরুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা জানি বহু বাস-ট্রাকের মালিক আছেন, যাঁরা অসন্তুষ্ট হয়েছেন পটপরিবর্তনে। যেকোনো একটা রাস্তায় একটা বাস বা ট্রাক কাত করে রেখে দিলেই একটা বড় যানজট সৃষ্টি হতে পারে, জনগণ অসন্তুষ্ট হবে তাতে। কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল। ওই সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সবাই মিলে এটা প্রতিরোধ করা গেছে। যেসব সমস্যা হয়েছে, আমরা বিশ্বাস করি, উপযুক্ত তদন্ত করে কঠোর বিচার করা উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এ রকম অপরাধ করার সাহস না পায়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণফোরাম সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ লেবার পার্টির নেতারা বক্তব্য দেন।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>