<p>সাভারের আশুলিয়ায় জেনারেশন নেক্সট ফ্যাশন নামের পোশাক কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।</p> <p>ঢাকার ধামরাইয়েও শ্রমিক ছাঁটাই ও কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদে নাপা অ্যাপারেলস নামে পোশাক কারখানার শ্রমিকরা গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।</p> <p>এ সময় মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাভারে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে না পেরে বিকেলে জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় সড়কে চলাচলকারী অর্ধশত গাড়ি ভাঙচুর করেন আন্দোলনকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ধামরাইয়ে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসার আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।</p> <p>সারা দিন অবরোধের মুখে সাভারে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাঁদের অবস্থানে অনড় থাকেন।</p> <p>আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক সারোয়ার আলম জানান, বিকেল ৫টার দিকে জলকামান ব্যবহার করে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।</p> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তিন মাস ধরে বেতন, বোনাস না পেয়ে তাঁরা পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। বাসাভাড়া ও দোকানে বাকি পড়েছে। এর মধ্যেই জেনারেশন নেক্সট ফ্যাশন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।</p> <p>শ্রমিকরা আরো জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন সময় কথা বললেও নানা অজুহাতে তারা ঘোরাতে থাকে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, কিন্তু মালিকপক্ষ তিন মাসের বেতন এখনো পরিশোধ করেনি।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাসংশ্লিষ্ট একজন ব্যক্তি জানান, জেনারেশন নেক্সট ফ্যাশনের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পলাতক। আর ব্যবস্থাপনা পরিচালক রাজীব শেঠি ভারতীয় নাগরিক। তিনি দেশে ফিরে গেছেন। ফলে বিষয়টি এখনো সমাধান হয়নি। এ কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। বিভিন্ন খাতে প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা বকেয়া রয়েছে। এ অবস্থায় সরকার বা ব্যাংক ঋণ দিলে কারখানা পুনরায় চালু করা যাবে।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ৫ আগস্টের পর দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করাটাই প্রচলিত হয়ে গেছে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় এনে অবরোধ তুলে নিতে অনুরোধ করেছেন সেনা সদস্যরাও। তাতেও সায় দেননি শ্রমিকরা। তবে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই এর সমাধান করা হবে। ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পলমল গ্রুপের নাপা অ্যাপারেলস কারখানার সামনে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে সেনাবাহিনী, থানার পুলিশ, শিল্প পুলিশ গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।</p>