<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেলেঙ্কারি ও প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, প্রতিদিন টেক্সট মেসেজিং, ডেটিং অ্যাপস, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ই-মেইল ব্যবহার করে নানা ধরনের কেলেঙ্কারি ও প্রতারণা করছে দুর্বৃত্তরা। কেলেঙ্কারি ও প্রতারণা মোকাবেলায় চলতি বছর ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ২০ লাখেরও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত সঙ্ঘবদ্ধ অপরাধ মোকাবেলায় মায়ানমার, লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইনে মেটা নানা পদক্ষেপ নিচ্ছে। মেটা বলেছে, মেসেজিং, ডেটিং অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রিপ্টোসহ অন্যান্য অ্যাপের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে টার্গেট করে যারা কেলেঙ্কারি ও প্রতারণা করছে, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যক্তি সুরক্ষা নীতি খুবই কঠোরভাবে মেনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চলে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সহিংসতা, সঙ্ঘবদ্ধ অপরাধ, ঘৃণা বা সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সংস্থাটি। সূত্র : ফোর্বস</span></span></span></span></p>