<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভিলাফ্রাঙ্কা দে এব্রো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সময় সেখানে ৮২ জন বৃদ্ধ ছিলেন বলে জরুরি সেবা বিভাগ জানায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় মেয়র স্প্যানিশ রেডিওকে জানিয়েছেন, এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের মেয়র বলেন, ধারণা করা হচ্ছে, কোনো একটি কক্ষে তোশকে আগুন লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা  বলেছেন, আগুনে একতলা ভবনটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এত মানুষের মৃত্যুর কারণ হিসেবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টকে দায়ী করা হচ্ছে। সূত্র : বিবিসি</span></span></span></span></p>