<p>আর্জেন্টিনার পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার কাছে অ্যাডলফ হিটলারের কুখ্যাত নাৎসি জার্মান শাসনামলের (থার্ড রাইখ সিম্বলস) অস্ত্র উদ্ধার হয়েছে। বিশাল এই অস্ত্রাগারে সজ্জিত রয়েছে প্রচুর নাৎসি অস্ত্র। কর্মকর্তারা গতকাল শুক্রবার এসব তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>আর্জেন্টিনার ফেডারেল পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই ব্যক্তির বাড়ি থেকে ৬০টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। যার মধ্যে নাৎসি ঈগলের চিহ্নযুক্ত ৪৩টি রাইফেল, ১৫টি পিস্তল, পাঁচটি বেয়নেট এবং একটি মেশিনগান রয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ছাড়াও এই ব্যক্তির কাছ থেকে নাৎসি পতাকা, সামরিক ইউনিফর্ম, টুপি, হেলমেট এবং হিটলারের মূর্তিও কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছে।</p> <p>পুলিশের প্রতিবেদনে আরো বলা হয়, যে বাড়িতে এই বস্তুগুলো পাওয়া গেছে সেটি কুইলমেস শহরে অবস্থিত। শহরটি রাজধানী বুয়েনস আইরেসের বিস্তীর্ণ মেট্রো এলাকার দক্ষিণ প্রান্তের কাছে অবস্থিত। ওই ব্যক্তি বিদেশে ভ্রমণ এবং বসনিয়া-হার্জেগোভিনার ফেডারেল পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তবে ওই ব্যক্তির কাছে অস্ত্রগুলো কীভাবে এসেছে, সে সম্পর্কে রয়টার্সের প্রতিবেদনে কিছু বলা হয়নি।  </p> <p>দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নাৎসি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদবীধারী ও তৃতীয় রাইখের নিয়ন্ত্রণাধীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অ্যাডলফ আইখম্যানসহ অনেক নাৎসি কর্মকর্তা যুদ্ধাপরাধের বিচার এড়াতে আর্জেন্টিনায় চলে আসেন।</p> <p>গত বছরও স্থানীয় নিরাপত্তা বাহিনী আর্জেন্টিনার একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়, যেটি অনলাইনে নাৎসিবাদ সম্পর্কে বই বিক্রি করত।</p> <p>সূত্র: রয়টার্স</p>