<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ওয়েনাড়ের মানন্তবাদির নির্বাচনী সমাবেশে গিয়ে গতকাল রবিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়েনাড়বাসী জানে, সত্যের জন্য লড়াই করছেন রাহুল গান্ধী। আমার বিশ্বাস, ভাই তথা রায়বেরেলির সংসদ সদস্য রাহুল গান্ধীর ওপর আস্থা রয়েছে ওয়েনাড়ের মানুষের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়েনাড়ে আসন্ন লোকসভা উপনির্বাচনের আগে পুরোদমে প্রচারে নেমেছে কংগ্রেস। গতকাল নির্বাচনী প্রচারে ওয়েনাড়ের মানন্তবাদিতে রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে গেছেন প্রিয়াঙ্কা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে প্রিয়াঙ্কা বলেন, নরেন্দ্র মোদির সরকার শুধু তাঁর ব্যবসায়ী বন্ধুদের কথা ভাবে। দেশে উন্নত স্বাস্থ্য পরিষেবা, জীবনযাত্রার উন্নত মান এবং দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। বরং তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকতে দেশের নানা সম্প্রদায়ের মধ্যে বিভেদ, বিদ্বেষ ছড়ানো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার নির্বাচনী প্রচারে ওয়েনাড়ের চুঙ্গাথ্রায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে এক জনসভায় তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা যদি নিজেদের জন্য একজন যোদ্ধা চান এবং আমাকে যদি সমর্থন করেন, পাশে থাকেন, তাহলে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করুন। কথা দিচ্ছি, আপনাদের নিরাশ করব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগেও বহুবার নির্বাচনী প্রচারে দেখা গেছে প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু আগে কখনো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। চলতি বছরের ২৩ অক্টোবর ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে প্রথমবার নির্বাচনী রাজনীতিতে পা রাখেন প্রিয়াঙ্কা। আগামী ১৩ নভেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি এবং ওয়েনাড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দুটি কেন্দ্রেই তিনি জয়ী হন। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>