<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের নতুন জনমত জরিপে দেখা গেছে, ছয়টি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের মধ্যে উইসকনসিন ও মিশিগানে কমলা এবং আরিজোনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে জর্জিয়া, নেভাডা ও পেনসিলভানিয়ায় দুজনের জনসমর্থন প্রায় সমান। মূলত জর্জিয়া ও পেনসিলভানিয়ায় মার্কিন প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারিত হবে বলে মত বিশ্লেষকদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত আগস্টে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর এই জরিপটি পরিচালনা করা হয়। এই ছয়টি অঙ্গরাজ্যের গড়ে ১৫ শতাংশ ভোটার এখনো তাঁদের পছন্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাই এই রাজ্যগুলোতে নির্বাচনী প্রচারণা এবং প্রচারাভিযানের কার্যকলাপ এই ভোটারদের মতামতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জরিপে দেখা গেছে, উইসকনসিনের ৫০ শতাংশ ভোটার কমলাকে এবং ৪৪ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। মিশিগানে কমলার প্রতি সমর্থন রয়েছে ৪৮ শতাংশ ভোটারের, যা ট্রাম্পের ক্ষেত্রে ৪৩ শতাংশ। তবে আরিজোনায় ৪৯ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প, আর কমলা পেয়েছেন ৪৪ শতাংশের সমর্থন। এ ছাড়া জর্জিয়া ও নেভাডায় কমলা ৪৮ শতাংশ এবং ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। আর পেনসিলভানিয়ায় দুজনের প্রতিই ৪৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, হোয়াইট হাউসে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পেনসিলভানিয়া ও জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোট নির্ণায়ক হয়ে উঠতে পারে। ২০২০ সালের নির্বাচনে এই ছয় অঙ্গরাজ্যের সবকয়টিতে জিতেছিলেন বাইডেন। এর মধ্যে জর্জিয়ায় ১২ হাজার এবং আরিজোনায় মাত্র ১০ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছিলেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্লেষকরা বলছেন, জর্জিয়া ও পেনসিলভানিয়ায় দুজনের জনসমর্থন প্রায় সমান। তবে জর্জিয়ার ১২ শতাংশ এবং পেনসিলভানিয়ার ১৬ শতাংশ ভোটার এখনো পছন্দের প্রার্থী চূড়ান্ত করেননি। এ ছাড়া এই দুই অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেন। সূত্র : সিএনএন</span></span></span></span></span></p>