<p>ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এবার ট্রাম্প গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তার পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন। সেই কার্যক্রমের অংশ হিসবে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফের নাম ঘোষণা করেছেন। </p> <p>যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তার নির্বাচনী প্রচারের জ্যেষ্ঠ উপদেষ্টা ৬৭ বছর বয়সী সুসি উইলসকে বেছে নিয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার সুসির নাম ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হলেন সুসি। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি হিসেবে প্রথম ট্রাম্প কোনো কর্মীর নাম ঘোষণা করলেন।</p> <p>বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731048012-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/08/1444214" target="_blank"> </a></div> </div> <p>সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। </p> <p>সুসি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি। মূলত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করবেন। </p> <p>সূত্র: রয়টার্স<br />  </p>