<p>তুরষ্কে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার পূর্ব তুরস্কের মালতায়া প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে।</p> <p>ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।</p> <p>তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ এবং ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729068877-1d307d55902e24534bcd73fbffa51d1f.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/16/1435744" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ৪৩ কিলোমিটার পূর্বে।</p> <p>সূত্র : রয়টার্স</p>