<p>পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় ৫.৪ মাত্রার ভূমিকম্প  আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে। তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।</p> <p>ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২১৫ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।</p> <p>ডন নিউজ অনুসারে, মারদান, মালাকান্দ, হাঙ্গু, বুনের, শাংলা, দির এবং চরসাদ্দাসহ পাকিস্তানের বিভিন্ন শহরে এ কম্পন অনুভূত হয়েছে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরেও ঝাঁকুনি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।</p> <p>পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, লাহোর, মুলতান, ইসলামাবাদ, গুজরানওয়ালা এবং সারগোধাসহ বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে।</p> <p>পিডিএমএ-এর বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পায়নি। ভূমিকম্পের আফটারশক মোকাবেলায় কর্মী ও যন্ত্রপাতিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।</p> <p>সূত্র : ডন</p>