<p>সিএনজিচালিত ট্যাক্সির সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে কক্সবাজারের মহেশখালীতে ওয়াসিফ রায়হান (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাইন্যা দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p>রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুরুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p>নিহত ওয়াসিফ রায়হান মহেশখালীর হোয়ানক ইউনিয়নের প্রবাসী নুরুল ইসলাম টুনুর একমাত্র ছেলে। সে চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার বিষয়ে পড়াশোনা করত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728679177-6e39ca358f5a7814f049e13a0858dd70.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434302" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ওয়াসিফ। বুধবার চট্টগ্রাম থেকে দুই ভাগিনাসহ আরো তিনজন একটি সিএনজিচালিত ট্যাক্সিযোগে বাঁশখালী সড়ক হয়ে মহেশখালী ফিরছিল। এ সময় দুপুর ২টার দিকে সড়কের বৈলগাঁও এলাকায় তাদের বহনকারী গাড়ির সঙ্গে ফিলিং স্টেশনে সরবরাহ করা গ্যাস ট্যাংক বহনকারী কার্গোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাদের বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ওয়াসিফ ঘটনাস্থলেই নিহত হয়। তার সঙ্গে থাকা দুই ভাগিনাকে গুরুতর আহত অবস্থায় বাঁশখালী সি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।</p>