<p>তাইওয়ানে একটি হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সেখানে টাইফুন আঘাত হানায় উদ্ধারকাজ ‘আরো কঠিন’ হয়ে পড়ে। দক্ষিণাঞ্চলীয় পিংতুং কাউন্টির ডংগাং আন্তাই হাসপাতালে বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ড হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।</p> <p>স্থানীয় দমকল সংস্থা জানিয়েছে, পিংতুং কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দুপুর ১টার কিছু পরই আগুন নেভানো সম্ভব হয়। আটজনকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তারা মারা যায় এবং দুর্ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।</p> <p>এদিকে এই অগ্নিকাণ্ডের দিনই টাইফুন ক্রাথন তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত করে। পিংতুং কাউন্টি সরকার জানিয়েছে, প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ‘আরো কঠিন’ হয়ে ওঠে।</p> <p>একটি ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল ও কমলা রঙের আগুন জ্বলছে এবং ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়েছে। আরেকটি ছবিতে দমকল বাহিনীকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।</p> <p>কাউন্টি সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং দমকল বাহিনী এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।</p> <p>অন্যদিকে টাইফুন ক্রাথন আঘাত হানায় স্কুল ও অফিস দ্বিতীয় দিনের জন্য বন্ধ রয়েছে। এখন পর্যন্ত এই ঝড়ে সেখানে দুজনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া তাইওয়ানজুড়ে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।</p> <p>এর আগে ২০২১ সালের অক্টোবরে দেশটির কাওহসিয়ং শহরের একটি ১৩ তলা পুরনো অ্যাপার্টমেন্ট ভবনে কয়েক ঘণ্টা ধরে জ্বলা আগুনে ৪৬ জন নিহত ও ৪১ জন আহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছিল, এক নারী ধূপের ছাই সোফায় রেখে যাওয়ার কারণে আগুন লেগেছিল। পরে তাকে খুন ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তবে তিনি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন।</p> <p>সূত্র : এএফপি</p>