<p>ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা অনেকগুলো বিমান ব্যবহার করে ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দরসহ হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।</p> <p>ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর এই হামলা হলো। এদিন ইয়েমেনের রাস ইসা ও হোদেইদাহ এলাকায় হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। হোদেইদাহ বন্দরে বিমান হামলা হলে সেখানে জ্বালানি ট্যাংকে আঘাত লাগে। ইসরায়েল এর আগেও হোদেইদাহতে হামলা করেছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাসরাল্লাহর সঙ্গে হিজবুল্লাহর আরো কত সদস্য নিহত হয়েছেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727616522-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাসরাল্লাহর সঙ্গে হিজবুল্লাহর আরো কত সদস্য নিহত হয়েছেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/29/1430169" target="_blank"> </a></div> </div> <p>ইসরায়েলি সামরিক মুখপাত্র ক্যাপ্টেন ডেভিড আব্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আজ একটি বড় আকারের বিমান অভিযানে, যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান, গোয়েন্দা বিমানসহ বিমানবাহিনীর কয়েক ডজন বিমান... ইয়েমেনের রাস ইসা ও হোদাইদাহ এলাকায় হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। আইডিএফ বিদ্যুৎকেন্দ্র ও একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে, যা তেল আমদানিতে ব্যবহৃত হয়।’</p> <p>অন্যদিকে হুতি বার্তা সংস্থা ‘হোদেইদাহতে ইসরায়েলি আগ্রাসনের’ প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘ইয়েমেনি সমর্থন ফ্রন্ট থামবে না, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের হামলা বন্ধ হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাসরাল্লাহর মৃত্যুর পর মুসলিমদের প্রতি যে আহ্বান জানালেন খামেনি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727538250-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাসরাল্লাহর মৃত্যুর পর মুসলিমদের প্রতি যে আহ্বান জানালেন খামেনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/28/1429832" target="_blank"> </a></div> </div> <p>ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালানো ইয়েমেনের অবকাঠামো ও বন্দরগুলোর বিরুদ্ধে ওই অঞ্চলে ইরানি অস্ত্র পরিবহনে ব্যবহারের অভিযোগ করেছে।</p> <p>আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের ‘সাম্প্রতিক হামলার’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্য ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছিল হুতিরা।</p> <p>সূত্র : বিবিসি, এএফপি</p>